• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

শিল্প

বিশ্ব মান দিবসের আলোচনা সভায়

ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা পরিহার করতে হবে:শিল্পমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০২৩

মানসম্মত পণ্যের উৎপাদন ও বাজারজাত করণে বিএসটিআই এবং ব্যবসায়ীদেরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষা ও উন্নয়ন বিএসটিআই’র দায়িত্ব। এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর গুণগত শিল্পায়ন এবং জননিরাপত্তার বিষয়টি নির্ভর করে। এক্ষেত্রে কোনো ধরণের শৈথিল্য কিংবা দায়িত্বহীনতা দেখা দিলে জাতি ক্ষতিগ্রস্থ হবে।

বৃহম্পতিবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত Shared vision for a better world – Standards for SDGs শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  ব্যবসায়ীদেরকেও তাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নিম্নমানের পণ্য উৎপাদন করে অতি মুনাফা করার মানসিকতা পরিহার করতে হবে। আমদানিকারকদেরকে মানসম্মত পণ্য আমদানি করতে হবে এবং উৎপাদনকারীদের মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে। নিম্নমানের পণ্য আমদানি করে ডাম্পিং স্টেশনে পরিনত করা যাবে না।

বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) মোঃ আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি ব্যারিস্টার শামীম সাত্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) ও (মান) অ.দা. মোঃ তাদহর জামিল। এছাড়াও অনুষ্ঠানে বিএসটিআই’র সাবেক মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসেনসহ শিল্প মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএসটিআই’র কাউন্সিলের সদস্যবৃন্দ, মান প্রণয়নে বিশেষজ্ঞগণ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্টেকহোল্ডার ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভার পূর্বে বিএসটিআইতে অত্যাধুনিক এমএস রড টেস্টিং ল্যাবরেটরি, রেফ্রিজারেটর টেস্টিং ল্যবরেটরির নতুন ইউনিট উদ্বোধন করা হয়।

শিল্পমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের পণ্যের মানের দিক দিয়ে এগোতে হবে। পণ্য মানের যত উন্নয়ন হবে আমাদের ব্যবসার পরিধি তত বাড়বে। উৎপাদনকারীকে মনে রাখতে হবে দিন শেষে তিনিও একজন ভোক্তা 

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পণ্যের মানের বিষয়ে নজরদারি বৃদ্ধির আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাবে যেন নিম্নমানের পণ্য বাজারজাত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বিশেষ করে কসমেটিকসের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে আরও জোরোলো ভূমিকা পালন করতে হবে। কসমেটিকসসহ সকল ধরণের নকল ও ভেজাল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও আহ্ববান জানান তিনি। তিনি বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশগড়ার লক্ষ্যে বিএসটিআই প্রস্তুতি নিতে শুরু করেছে। এ লক্ষ্যে অত্যাধুনিক নতুন নতুন ল্যাবরেটরি যুক্ত হচ্ছে।   

বিএসটিআই’র উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে মহাপরিচালক বলেন, বিএসটিআই’র মানচিহ্ন নকল ও অবৈধ ব্যবহার প্রতিরোধে অনলাইন কিউআর কোড সম্বলিত লাইসেন্স প্রদান, অনলাইনে আবেদন থেকে শুরু করে সনদ প্রদান, পণ্যের হালাল সনদ প্রদান, স্বর্ণের বিশুদ্ধতা যাচাইপূর্বক সনদ প্রদান শুরু করেছে। মাঠ পর্যায়ে বিএসটিআই’র প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ১০টি আঞ্চলিক কার্যালয় স্থাপন, পণ্য পরীক্ষার জন্য আন্তর্জাতিকমানের নতুন ৬৮টি ল্যাবরেটরি স্থাপন এবং বিদ্যমান ল্যবরেটরিসমূহে নতুন নতুন পণ্য পরীক্ষণ প্যারামিটার সংযুক্তিকরণের কার্যক্রম চলমান রয়েছে। তিনি মনে করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট স্ট্যান্ডার্ডস, স্মার্ট ইন্ড্রাস্ট্রিজ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।

অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমিন বলেন, রপ্তানি বাড়াতে হলে  ‘আন্তর্জাতিক মান’ আস্থা রাখার মত সর্বজনীন নিদের্শিকা হিসেবে কাজ করে বধিায় পণ্যরে মান অবশ্যই ‘আন্তর্জাতিক মান’ অনুসরনে উন্নত করতে হব।  উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সকল স্তরে পণ্যের গুণগতমান ও সেবার মানে যাতে সমতা বজায় থাকে, সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

ঢাকা চেম্বারের সভাপতি বলেন, ২০২৬ সালে এলডিসি থেকে উত্তোরণের পর ট্যারিফ সুবিধা উঠে গেলে পণ্যের গুণগত মানের উপর জোর দিতে হবে। রফতানি বাণিজ্য সম্প্রসারণে বিএসটিআইকে গুরুত্বের সাথে কাজ করতে হবে।   

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads